ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

নির্বাচন

সিলেটের গোলাপগঞ্জ

অতিরিক্ত নিরাপত্তায় নাখোশ বিএনপি প্রার্থী

নাসির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
অতিরিক্ত নিরাপত্তায় নাখোশ বিএনপি প্রার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ভোটকেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তায় নাখোশ সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন।

বাংলানিউজকে তিনি বলেন, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে সাধারণ ভোটাররা ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছেন।

অনেকে অজানা আতঙ্কে ভোট দিতে আসছেন না।

অনেক ভোটার কেন্দ্র থেকে ফিরে গেছেন বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার (৩০ ডিসেম্বর) পৌরসভা নির্বাচনে ভোট চলাকালে দুপুর সাড়ে ১২টায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের ঘোগারকূল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে এমন মন্তব্য করেন তিনি।

গোলাম কিবরিয়া চৌধুরী অভিযোগ করে বলেন, লোকমুখে শুনতে পাচ্ছি ‘ইঞ্জিনিয়ারিং’ করে ভোট গণনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে জয়ী করানোর চেষ্টা করা হচ্ছে। তবে এটি গুজব না সত্যি এ ব্যাপারে সন্দেহ তার।

অবশ্য ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তিনি তার পোলিং এজেন্টদের কেন্দ্র ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন।

তবে বিএনপির এই প্রার্থীর পক্ষে ভোটারদের নিয়ন্ত্রিত করার অভিযোগ করেছেন ঘোগারকূলের এক বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।