ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

নির্বাচন

দেওয়ানগঞ্জে সহিংসতায় দুই কাউন্সিলর প্রার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
দেওয়ানগঞ্জে সহিংসতায় দুই কাউন্সিলর প্রার্থী আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনী সহিংসতায় দুই কাউন্সিলর প্রার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহত দুই কাউন্সিলর প্রার্থী হলেন- ৩নং ওয়ার্ডের মিজানুল হক পিন্টু ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খালেকুজ্জামান।



বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার এ কে এম মেমোরিয়াল কলেজ, দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিল বাংলা সুগার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সহিংসতায় এই আহত হওয়ার ঘটনা ঘটে।

এ সময় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে দুইজন রিকশাচালক ও একজন ভোটার রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকর ডা. খোরশেদ আলম।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।