ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন

সোনারগাঁওয়ে সংঘর্ষ, ওসি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সোনারগাঁওয়ে সংঘর্ষ, ওসি আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: সোনারগাঁও পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট ফজলে রাব্বি ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের আহত হয়েছেন।


 
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সোনারগাঁও পৌরসভার জিআর ইনিস্টিটিউশন বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে সোনারগাঁও পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের জিআর ইনস্টিটিউশন ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট ফজলে রাব্বি ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে গিয়ে এ সময় সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের আহত হন।

খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক) মহিবুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দ) জাকারিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
 
এ বিষয়ে রিটানিং অফিসার মো. তারিফুজ্জামান বাংলানিউজকে বলেন, ভোটগ্রহণে কোনো ধরনের সমস্যা হচ্ছে না।
 
সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুর কাদের বাংলানিউজকে বলেন, সংঘর্ষের সময় ভোট কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সামান্য আহত হয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।