ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

যশোরে হাত বোমা বিস্ফোরণে পুলিশ কনস্টেবল আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
যশোরে হাত বোমা বিস্ফোরণে পুলিশ কনস্টেবল আহত

যশোর: দুর্বৃত্তদের ছোড়া হাত বোমা বিস্ফোরণে যশোরে গোলাম কাদের নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।



এ প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বাংলানিউজকে বলেন, শহরের আশ্রম মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় এক পুলিশ কনস্টেবল ইটের আঘাতে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বাংলানিউজকে বলেন, ওই পুলিশ সদস্য হাত বোমায় আহত হয়েছেন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের আরএন রোড এলাকায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করলে একজন আহত হন।

বিষয়টি জানেন না দাবি করেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।