ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পুনর্নির্বাচন দাবিতে পিরোজপুরে বিএনপির প্রার্থীর সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
পুনর্নির্বাচন দাবিতে পিরোজপুরে বিএনপির প্রার্থীর সংবাদ সম্মেলন

পিরোজপুর: পিরোজপুরের স্বরূপকাঠী পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মো. শফিকুল ফরিদ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি করেছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জগন্নাথকাঠীতে তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।



প্রধান নির্বাচনী এজেন্টকে মারধর, জাল ভোট দেওয়া, ধানের শীষে ভোট দিতে না দিয়ে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা ও এসবে প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগে তিনি এ দাবি জানান।

 সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার স্ত্রীকেও নৌকা মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে। প্রশাসনকে জানিয়েও এসবের কোনো
প্রতিকার পাওয়া যায়নি। তাই আমি এ নির্বাচন বাতিল করে পুননির্বাচন দাবি করছি।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।