ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

ভৈরবে বিএনপির মেয়রপ্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ভৈরবে বিএনপির মেয়রপ্রার্থীর ভোট বর্জন

ভৈরব থেকে (কিশোরগঞ্জ): বিভিন্ন অনিয়ম ও ভোটকেন্দ্র জবর দখলের অভিযোগ এনে কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী মো. শাহিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে ভৈরব নিউমার্কেট এলাকায় এক সংবাদ সম্মেলন করে তিনি এ ভোট বর্জনের ঘোষণা দেন।



মো. শাহিন বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সমর্থকরা বিভিন্ন ভোটকেন্দ্র জবর দখল করে ইচ্ছে মতো ভোট দিচ্ছে। এজন্য আমি ভোট বর্জন করেছি। ’

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।