ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

নির্বাচন

দাগনভূঞাঁয় ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় তফসিল ঘোষণার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
দাগনভূঞাঁয় ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় তফসিল ঘোষণার দাবি

ফেনী: ফেনীর দাগনভূঞাঁ পৌরসভায় ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সাইফুর রহমান স্বপন।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের বসুরহাট রোড়ের তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন এ দাবি জানান।

এসময় স্বপন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক খানের বহিরাগত সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করছে এবং আমাকে মারধর করেছে।

নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের কাছের জীবনের নিরাপত্তা চেয়েও পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এসব কারণে ভোটগ্রহণ বাতিল করে আবারও তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশণের কাছে দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।