ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

নির্বাচন

কালাইয়ে ২ মেয়র প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কালাইয়ে ২ মেয়র প্রার্থীর ভোট বর্জন

জয়পুরহাট: জয়পুরহাট কালাই পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ও বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
 
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পৃথক দু’টি স্থানে স্থানীয় সাংবাদিকদের কাছে ব্রিফিংকালে ভোট বর্জনের এসব ঘোষণা দেওয়া হয়।


 
ভোট বর্জনের ঘোষণা দেওয়া মেয়র প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান তালুকদার।
 
পৌরসভা নির্বাচনে দু’টি ভোট কেন্দ্র দখল ও ভোট প্রদানে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগে তারা নির্বাচন বর্জন করেছেন বলে ব্রিফিংয়ে জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।