ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

ঠাকুরগাঁওয়ে ৩টি কেন্দ্রে দুর্বৃত্তের হামলা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ঠাকুরগাঁওয়ে ৩টি কেন্দ্রে দুর্বৃত্তের হামলা, আটক ২

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে সরকারি মহিলা কলেজ, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউট ভোটকেন্দ্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৃথক ওই তিনটি ভোট কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে আরিফুর রহমান ও রেজাউল করিম নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক দু’জনের বাড়ি সদর উপজেলার নারগুন বান্দিগড় গ্রামে।

স্থানীয়রা জানান, তিনটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা ঢুকে ব্যালট বাক্স ভাঙচুর ও ব্যালট পেপার ছিনতাই করে। এ কারণে কেন্দ্র তিনটিতে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে ভোটগ্রহণ আবার স্বাভাবিক হয়।

গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাংলানিউজকে বলেন, কেন্দ্রে ঢুকে হামলার চালায় দুর্বৃত্তরা। তারা ব্যালট বাক্স ভেঙে দেয়। এজন্য কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফের ভোটগ্রহণ শুরু করে।

তবে, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা এসব ঘটনা ঘটনাচ্ছে।

রিটার্নিং অফিসার আ ফ ম ফজলে রাব্বী বাংলানিউজকে এ হামলার বিষয়ে কিছু বলতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।