ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

বিএনপি পৌর নির্বাচনে ত্রাস সৃষ্টি করেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বিএনপি পৌর নির্বাচনে ত্রাস সৃষ্টি করেছে ছবি: পিয়াস/বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির বিরুদ্ধে পৌরসভা নির্বাচনে ত্রাস সৃষ্টির অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ভোটগ্রহণ শেষের প্রাক্কালে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেন।



এইচ টি ইমাম বলেন, অন্তত ১৮টি পৌরসভায় ভোটকেন্দ্র দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিএনপির প্রার্থীরা সহিংসতা ও ত্রাস সৃষ্টি করেছেন। দলটি নির্বাচন কমিশনকে হেয় করা এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালিয়েছে। ঠাকুরগাঁও সদরে বিএনপির প্রার্থী ফখরুল ইসলাম আলমগীরের আপন ভাই, তিনি হেরে যাওয়ার সম্ভাবনা দেখে কয়েকটি ভোটকেন্দ্র দখল করে সিল মেরেছেন। এছাড়া কালিয়া পৌরসভা, পাথরঘাটা, দূর্গাপুর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, ভূয়াপুর, মিনরামপুর, চন্দনাইশ, নলিতাবাড়ী, বাঘারপাড়া, চাটমোহর, ভালুকা, সরিষাবাড়ী, মাধবদী, সীতাকুণ্ড, গাঙনী, মোহাম্মদপুর, নকলাছাড়া অন্যান্য পৌরসভাতে বিএনপির প্রার্থীরা ত্রাস সৃষ্টি করেছে।

তিনি বলেন, বিএনপির নেতারা বলছেন- তাদের কথার মধ্যেই সংঘাত রয়েছে। তারা মিথ্যা কথা বলতে বলতে এমন পর্যায়ে পৌঁছেছেন যা লজ্জাকর। বিকৃত মস্তিস্ক সম্পন্ন ব্যক্তি তারা। তাদের কথা আর পাগলের কথার মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা, তারা মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত কথা-বার্তা বলছেন।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, নির্বাচনে সার্বিকভাবে ২৩৪টার মধ্যে ১৮ পৌরসভায় সমস্যা হলেই তা বিঘ্নিত হয় না। সব মিলিয়ে মোটামোটি সুন্দর, সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে নির্বাচন সম্পন্ন হয়েছে।

এ সময় সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫, আপডেট ১৬৫৬
ইইউডি/আইএ

** বিএনপি-জামায়াত প্রশ্রয় পাচ্ছে, অভিযোগ আ’লীগের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।