ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

ফেনী পৌরসভায় একমাত্র কাউন্সিলরের নির্বাচন বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ফেনী পৌরসভায় একমাত্র কাউন্সিলরের নির্বাচন বর্জন নুর ইসলাম (ডালিম)

ফেনী: কেন্দ্র দখল ও ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগে ফেনী পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত একমাত্র কাউন্সিল প্রার্থী নুর ইসলাম (ডালিম) ভোট বর্জন করেছেন। এসময় তিনি ওই পৌরসভার পুনতফসিল ঘোষণার দাবি জানান।


 
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে তিনি এ তথ্য জানিয়েছেন।

নুর ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকে ওই ওয়ার্ডের দু’টি কেন্দ্র দখল করে জোর করে ব্যালট পেপারে সিল মেরেছে সরকার দলীয় প্রার্থী কাউন্সিলর মনির আহাম্মদ’র (উটপাখি) সমর্থকরা। একই রাতে তার রান্না ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।

সকাল থেকে ভোটারদের হুমকি-ধমকি দিয়ে ভোট কেন্দ্রে আসতে বাধা দেয়।

এসব অভিযোগ এনে বুধবার দুপুরে ভোট বর্জন করে পুন:তফসিলের দাবি জানান তিনি।

এ ওয়ার্ডে দু’টি কেন্দ্রে প্রায় ৩ হাজার ৩শ’ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের কথা ছিল।

এ পৌরসভায় বাকি ২৩ কাউন্সিলর ও মেয়র বিনাভোটে নির্বাচিত হয়ে রয়েছেন। এ ওয়ার্ডেই নির্বাচন হচ্ছিল। তাই পুরো পৌরবাসীর নজর ছিল এ ওয়ার্ডের দিকে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।