ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

রামগঞ্জে পুনঃনির্বাচন দাবি বিএনপি প্রার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
রামগঞ্জে পুনঃনির্বাচন দাবি বিএনপি প্রার্থীর

লক্ষ্মীপুর: নির্বাচনে ব্যাপক অনিয়ম, ভোট ডাকাতি, এজেন্টদের মারধর ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী রুমান হোসেন পাটওয়ারী পুনঃনির্বাচন দাবি করেছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ তুলে ধরে তিনি এ দাবি করেন।



তিনি জানান, কেন্দ্র দখল করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইচ্ছেমতো ভোট দিয়েছে। তার স্ত্রীকে মাহমুদা হোসেনকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া তার প্রধান নির্বাচন সমন্বয়কারীকে মারধর ও এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতি ভোট বাতিল করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।