ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

গাইবান্ধা থেকে নুরুল আমিন ও কাশেম হারুন

গাইবান্ধার ৩ পৌরসভায় ভোটগ্রহণের পর চলছে গণনা

নুরুল আমিন ও মোমেনুর রশিদ সাগর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
গাইবান্ধার ৩ পৌরসভায় ভোটগ্রহণের পর চলছে গণনা ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা থেকে: বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া গাইবান্ধা জেলার তিনটি পৌরসভার ৫৩টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।



জেলার রিটার্নিং অফিসার শামসুল আজম বাংলানিউজকে বলেন, গাইবান্ধার ৫৩টি কেন্দ্রের প্রায় সবক’টিতেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। দু’একটি কেন্দ্রে কিছু সমস্যা দেখা দিয়েছিলো। কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এখন ভোট গণনা কাজ চলছে। আশা করছি ভোট গণনাও সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে।

তবে কী পরিমাণ ভোট জমা পড়েছে সারাদিনে, সে বিষয়ে এখনও তেমন কোনো তথ্য আসেনি বলে জানান শামসুল আজম।

বুধবারের (৩০ ডিসেম্বর) এ নির্বাচনে জেলার তিন পৌরসভার ৫৩টি কেন্দ্রের ৬টিতে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়। তিন পৌরসভায় ভোটার মোট ৮৬ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৪২ হাজার ৪৭৪ জন ও নারী ভোটার রয়েছেন ৪৪ হাজার ৫৫ জন।

দেশের নবম এ পৌরসভা নির্বাচনের ভোট গণনা শেষে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা কেন্দ্রেই ফলাফল ঘোষণা করবেন।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গুটিকয়েক এলাকায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সারাদেশ থেকেই শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের আমেজে ভোট দেন ভোটাররা।

২৩৪ পৌরসভার এ নির্বাচনে পৌরপিতা ও অন্য জনপ্রতিনিধির পদ পেতে ভোটযুদ্ধে নেমেছে ২০টি রাজনৈতিক দল। আছেন বড় দলগুলোর বিদ্রোহী স্বতন্ত্র ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরাও। দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে মেয়র পদে ভোট হওয়ায় এবারের স্থানীয় এ নির্বাচনে যোগ হয়েছে সংসদ নির্বাচনের আমেজ। কাউন্সিলর পদ নির্দলীয় হলেও সেখানেও রয়েছে দলগুলোর নেপথ্যের লড়াই।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ইউএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।