ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

আখাউড়া পৌরসভায় চলছে ভোট গণনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আখাউড়া পৌরসভায় চলছে ভোট গণনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।



বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে এখানকার ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ সম্পন্ন হয় বিকেল ৪টায়।

ভোটগ্রহণের পর কেন্দ্রে কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ও নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা মিলে ভোট গণনা শুরু করেছে।

আখাউড়ার নাছরিন নবী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা উপজেলা প্রকৌশলী আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, ভোটগণনা শেষে ফলাফল পাঠানো হবে অস্থায়ী কন্ট্রোল রুমে।   উপজেলা পরিষদে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করা হবে।

এ পৌরসভায় মোট ভোটার ছিল ২৪ হাজার ৯৫০ জন। এদের মধ্যে নারী ভোটার ১২ হাজার ৪৫৮ জন ও পুরুষ ভোটার ১২ হাজার ৪৯২ জন। এখানে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয় জন অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।