ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

নির্বাচন

মাগুরায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মাগুরায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন ইকবাল আখতার খান কাফু

মাগুরা: ভোট কারচুপি ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে মাগুরা পৌরসভা নির্বাচনের বিএনপির প্রার্থী ইকবাল আখতার খান কাফুর ভোট বয়কটের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি সাংবাদিকদের ফোন করে ভোট বর্জনের ঘোষণা দেন।



তিনি বলেন, সকাল ১১টার পর থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডুর নেতৃত্বে বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ ও যুবলীগের ক্যাডাররা ঢুকে আমার এজেন্টদের বের করে দেয়। এসময় তারা সেখানে ভোট কারচুপি করে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারে। দুপুর আড়াইটার দিকে আমি নির্বাচন কমিশন বরাবর লিখিতভাবে এসব অভিযোগ জানিয়েছি।
 
ভোট কারচুপির অভিযোগ অস্বীকার করে বিকেল সোয়া ৩টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু বাংলানিউজকে জানান, ভোট শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হচ্ছে। তারপরও বিএনপির মেয়র প্রার্থীদের বড় একটি অংশই ভোট বর্জন করেছে। নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই ইকবাল আখতার খান কাফু ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।