ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

নির্বাচন

যশোর এমএম কলেজ কেন্দ্রে পুরুষ ভোট বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
যশোর এমএম কলেজ কেন্দ্রে পুরুষ ভোট বাতিল

যশোর: নির্ধারিত সময়ের আগেই ভোট গণনা শুরু করায় যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ কেন্দ্রের পুরুষ ভোট বাতিল করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ সোহেল হাসানের নেতৃত্বে গঠিত স্ট্রাইকিং ফোর্স এই ব্যবস্থা নেয়।



এ প্রসঙ্গে সোহেল হাসান বাংলানিউজকে বলেন, এমএম কেন্দ্রে অস্বাভাবিক ভোটগ্রহণ এবং নির্ধারিত সময়ের আগেই ভোট গণনা শুরু করায় ওই কেন্দ্রের পুরুষ ভোট বাতিল করা হয়েছে।

আইন অনুযায়ী, এই কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ করা হবে। তবে এমএম কলেজের নারী বুথগুলোর ভোট গণনা চলছে, জানান সোহেল।

এর আগে দুপুরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মারুফুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মঙ্গলবার মধ্যরাতে সরকার দল মনোনীতি প্রার্থীর সমর্থকরা এমএম কলেজ কেন্দ্রের নিয়ন্ত্রণে নেয় এবং ভোট কারচুপি করে। এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলীকে অবহিত করা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।