ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌরসভা নির্বাচন

ধুনটে ফের নির্বাচিত আ’লীগের বিদ্রোহী প্রার্থী বাদশাহ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ধুনটে ফের নির্বাচিত আ’লীগের বিদ্রোহী প্রার্থী বাদশাহ এজিএম বাদশাহ

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ (জগ) ৪ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত আলিমুদ্দিন হারুন মন্ডল (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৪৬৪ ভোট।

এছাড়া আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শরীফুল ইসলাম খান (নৌকা) ১ হাজার ৫০৫ ভোট পেয়েছেন।

বুধবার (৩০ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রের ৩১টি কক্ষে (বুথে) শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবার ধুনট পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৯১৬জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৯০৬জন এবং নারী ভোটার ৫ হাজার ১০ জন। নির্বাচনে ৯টি কেন্দ্রে মোট ৮ হাজার ২৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটের ৮২.৪২ শতাংশ।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর নির্বাচনে রিটার্নিং অফিসার হাফিজুর রহমান করে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।