ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

দাগনভূঞাঁয় চলছে ভোট গণনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
দাগনভূঞাঁয় চলছে ভোট গণনা ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ফেনী: উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে শেষ হয়েছে ফেনীর দাগনভূঞাঁ পৌরসভার নির্বাচন। এখন চলছে ভোট গণনা।



বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর পৌরসভার ১০টি কেন্দ্রে এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়।

এ পৌরসভায় মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩টি ওয়ার্ডে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।   অপর ৬ ওয়ার্ডে ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

নির্বাচনে পুরুষ ভোটার ১০ হাজার ২০০ জন ও নারী ভোটার ১০ হাজার ৩৪৭ জন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।