ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

মোহনগঞ্জ-দুর্গাপুরে আ.লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মোহনগঞ্জ-দুর্গাপুরে আ.লীগ প্রার্থী জয়ী

নেত্রকোনা: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ও দুর্গাপুর পৌরসভায়  আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

দুর্গাপুরে আওয়ামী লীগের প্রার্থী মৌলানা মোহাম্মদ আব্দুস সালাম ৭ হাজার ৮৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।



তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী মো. জামাল উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৩১৮টি ভোট।  

অন্যদিকে মোহনগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট লতিফুর রহমান রতন ভোট পেয়েছেন ৮হাজার ৮১৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন ধানের শীষ প্রতীকের বিএনপি মাহাবুবুন নবী শেখ। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৩৬৪।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে সংশ্লিষ্ট পৌরসভার নির্বাচন কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

নেত্রকোনার বাকি তিন পৌরসভায় ভোটগণনা চলছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচএস/এমএ

** বোয়ালমারীতে আ’লীগের বিদ্রোহী, নগরকান্দায় আ’লীগ জয়ী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।