ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

বানারীপাড়ায় আ’লীগের প্রার্থী সুভাষ চন্দ্র জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বানারীপাড়ায় আ’লীগের প্রার্থী সুভাষ চন্দ্র জয়ী সুভাষ চন্দ্র শীল

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র শীল নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে বেসরকারিভাবে জয়লাভ করেছে।

পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যে বানারীপাড়ায় তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সুভাষ চন্দ্র শীল (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩শ’ ৫৫ ভোট।

বিএনপির প্রার্থী মো. গোলাম মাহামুদ (ধানের শীষ) প্রতীক নিয়ে পেয়েছেন ৪শ’ ৪৩ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জলিস মাহামুদ মৃধা (হাতপাখা) প্রতীক নিয়ে ১শ’ ২২ ভোট পেয়েছেন।

এ খবর নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

বানারীপাড়া পৌরসভায় মোট ভোটার ৭ হাজার ৫ শত ৪৩ জনের মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৮শ‘ ৩৯ জন ও মহিলা ভোটার ৩ হাজার ৭ শত ৪ জন।

২টি অস্থায়ী কেন্দ্রসহ ৯টি কেন্দ্রের ২৬টি কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির ১ জন করে বিদ্রোহী প্রার্থী থাকলেও তারা দলীয় সিদ্ধান্তে নির্বাচনের পূর্বে মনোনায়নপত্র প্রত্যাহার করে নেন।

‍বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমজেএফ

** সিরাজগঞ্জের কাজিপুরে আ’লীগের জয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।