ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

আ’লীগ ৪০, আ’লীগ বিদ্রোহী ৪, বিএনপি ২, স্বতন্ত্র ২ (আপডেটেড)

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আ’লীগ ৪০, আ’লীগ বিদ্রোহী ৪, বিএনপি ২, স্বতন্ত্র ২ (আপডেটেড)

ঢাকা: পৌরসভা নির্বাচনের ফল আসতে শুরু করেছে। বাংলানিউজের কাছে আসা সবশেষ ফলে মোট ৪৮টি পৌরসভার ফল জানা গেছে।

এতে মেয়র পদে ৪০ জন আওয়ামী লীগ প্রার্থী, ৪ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ২ জন বিএনপি প্রার্থী ও ২ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এক নজরে ভোটের ফল:

ঢাকা বিভাগ

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাফফর হোসেন বাবলু মিয়াকে (জগ প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। মোজাফফর হোসেন বাবলু মিয়া ৭ হাজার ৫শ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস শুকুর শেখ (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৭শ ৭৪ ভোট। এছাড়া নগরকান্দা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী রায়হান উদ্দিন মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলেও জানান তিনি।

জামালপুরের মেলান্দহ পৌরনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিক জাহেদী রবিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯ হাজার ১৪৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র হাজি দিদার পাশা পেয়েছেন ৭ হাজার ৩৬০ ভোট।

মানিকগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী গাজী কামরুল হুদা সেলিম নারিকেল গাছ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৪শ ৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ যাদু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৫শ ৫৭ ভোট।

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ১১ হাজার ৩৯২টি। আর ৭ হাজার ৬৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির এএমএ সোবহান ।

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র সাদেকুর রহমান ভূইয়া। জগ প্রতীক নিয়ে ৯টি কেন্দ্রে প্রাপ্ত বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন মোট ৯ হাজার ১১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট ফজলে রাব্বি পেয়েছেন ৬ হাজার ১৮০ ভোট।

চট্টগ্রাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ফেনীর সদর, দাগনভূঞাঁ ও পরশুরাম পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের তিন প্রার্থীই জয়ী হয়েছেন। এর মধ্যে ফেনী সদরে হাজী আলা উদ্দিন ও পরশুরাম পৌরসভায় নিজাম উদ্দিন চৌধুরী সাজেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।   দাগনভূঞায় পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়। এতে বর্তমান মেয়র আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক খান বিপুল ভোটের ব্যবধানে পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি ১১ হাজার ৫৮১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন (ধানের শীষ) ২ হাজার ৩৪৬ ভোট পেয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান মিজান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।   মিজানুর রহমান পেয়েছেন ১২ হাজার ৭০২ ভোট। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী  (আওয়ামী লীগের বিদ্রোহী) মোহাম্মদ ইমাম হোসেন পাটোয়ারী এনাম (জগ) পেয়েছেন ৫ হাজার ৪২৬ ভোট।

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের পাটীয়ারী ১৯ হাজার ৬৫৭ ভোট পেয়ে বেসরকারিবাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রোমান পাটওয়ারী (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ২০৯ ভোট।

রাজশাহী বিভাগ


বগুড়ার ধুনট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র এজিএম বাদশাহ (জগ) ৪ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৪৬৪ ভোট। আওয়ামী লীগের প্রার্থী শরীফুল ইসলাম খান (নৌকা) ১ হাজার ৫০৫ ভোট পেয়েছেন।

জয়পুরহাটের কালাই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কার খন্দকার হালিমুল আলম জন ৬ হাজার ৮শ’ ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রার্থী বিএনপির সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার। ধানের শীষ নিয়ে তার ভোট ২ হাজার ১শ’ ৬১।

সিরাজগঞ্জের কাজিপুরে আওয়ামী লীগ (নৌকা) মেয়র প্রার্থী হাজী নিজামউদ্দীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার ভোট ৭ হাজার ৮শ' ২৫। নিকটতম প্রার্থী স্বতন্ত্র আবদুস সালাম। জেলার রায়গঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল পাঠান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৮২৭ ভোট। তার নিকটতম প্রার্থী বিএনপির (ধানের শীষ) নুরু সাঈদ পেয়েছেন ৩ হাজার ৭০ ভোট।

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ২৬৯১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মোখলেছুর রহমান বাবলু পেয়েছেন ৯৩৭২ ভোট।

নাটোরের গোপালপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির (ধানের শীষ) নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪ হাজার ৯১৫টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত (নৌকা) রোকসানা মর্তুজা লিলি পেয়েছেন ৩ হাজার ৯৯১ ভোট। এদিকে, জেলার সিংড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) জান্নাতুল ফেরদৌস বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৪ হাজার ৫শ’ ৯৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত শামীম আল-রাজি পেয়েছেন ৪ হাজার ২৪৭। নাটোরের নলডাঙ্গায় পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের শফিরউদ্দিন মন্ডল (নৌকা) ৩ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী  হয়েছেন।   নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত (ধানের শীষ) আব্বাস আলী নান্না পান ১ হাজার ৬৯৫ ভোট।

নওগাঁর নজিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল কবীর চৌধুরী ৬২৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আনোয়ার হোসেন পেয়েছেন ৫৮৩২ ভোট।

খুলনা বিভাগ

মেহেরপুরের গাংনীতে মেয়র পদে  আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (আশরাফ ভেন্ডার) জগ প্রতীকে ৭ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আহমেদ আলী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫৪১৬ ভোট।

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী গাজী আক্তারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নয়টি কেন্দ্রের ফল গণনা শেষে স্থানীয়ভাবে এ তথ্য জানা গেছে।

মাগুরায় ২৭ হাজার ৯৫০ ভোট পেয়ে মাগুরা পৌরসভা নির্বাচনে আওয়ামী  লীগের মেয়র প্রার্থী খুরশিদ হায়দার টুটুল (প্রতীক-নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

যশোর জেলার বাঘারপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৫ শ’ ৪১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বিদ্রোহী প্রার্থী তাহের সিদ্দিকী পেয়েছেন ১৬ শ’ ২১ ভোট এবং ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল হাই মনা ১৩ শ’ ১১ ভোট পেয়েছেন। যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম মোড়ল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি ৬ হাজার ৯৫৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সামাদ বিশ্বাস ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭২৬ ভোট।

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম মনিরুল হক তালুকদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী আশরাফুল আজম বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৪ হাজার ‍৯৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী খলিলুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬২২ ভোট।

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে  আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নারকেল গাছ প্রতীকে ৬৪০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির (ধানের শীষ) প্রার্থী নোয়াব আলী পেয়েছেন ৩০২৪ ভোট।

ময়মনসিংহ

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ও দুর্গাপুর পৌরসভায়  আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।   দূর্গাপুরে  আওয়ামী লীগের প্রার্থী মৌলানা মোহাম্মদ আব্দুস সালাম ৭ হাজার ৮৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। মোহনগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট লতিফুর রহমান রতন ভোট পেয়েছেন ৮হাজার ৮১৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন ধানের শীষ প্রতীকের বিএনপি মাহাবুবুন নবী শেখ। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৩৬৪। নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আসাদুল হক ভূঁইয়া ৮ হাজার ১১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। |তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শফিক পেয়েছন ২ হাজার ৫৪১ ভোট।

বরিশাল

ভোলা জেলার ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- ভোলা সদরে মোহাম্মদ মনিরুজ্জামান, বোরহানউদ্দিনে রফিকুল ইসলাম ও দৌলতখানে জাকির হোসেন তালুদকার। এ তিন প্রার্থীই দ্বিতীয়বারে মতো মেয়র নির্বাচিত হলেন।

বরগুনা পৌরসভায় নির্বাচনে মেয়র পদে ৫ হাজার ৮শ’ ৯৩  ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামীলীগ মনোনীত কামরুল আহসান মহারাজ পেয়েছেন ২ হাজার ৫শ’ ২৮ ভোট। বরগুনার পাথরঘাটা পৌরসভায় ৬ হাজার ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন আকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মল্লিক মো. আইউব পেয়েছেন ২ হাজার ৬শ’ ৩২ ভোট।

ঝালকাঠির নলছিটি পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তসলিম উদ্দিন চৌধুরী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান পেয়েছেন ৬৪৫ ভোট।

বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র শীল নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে বেসরকারিভাবে জয়লাভ করেছে। পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যে বানারীপাড়ায় তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সুভাষ চন্দ্র শীল (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩শ’ ৫৫ ভোট।

সিলেট

মৌলভীবাজার সদরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলুর রহমান ১০ হাজার ৮৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী ওলিউর রহমান পেয়েছেন ৫ হাজার ৬২৫ ভোট। মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফি আলম ইউনূছ ৪ হাজার ২২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতমী প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে কামাল উদ্দিন পেয়েছেন ৪ হাজার ১৬৪ ভোট। মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ (নৌকা) মনোনীত মেয়র প্রার্থী আবু ইমাম কামরান চৌধুরী ৪ হ‍াজার ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজারের কমলগঞ্জে আওয়ামী লীগ (নৌকা) মনোনীত মেয়র প্রার্থী জুয়েল আহম্মদ ৩ হ‍াজার ৯৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী জাকারিয়া হাবিব নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮০৪ ভোট।

রংপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ৯ কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৪৮৪১ ভোট।

দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জামিল হোসেন। ১২ টি কেন্দ্রের ফলাফলে জামিল পেয়েছেন ৮৯৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাখাওয়াত হেসেন (শিল্পী) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪,৯১২ ভোট।

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌরসভা নির্বাচনে আ’লীগ প্রার্থী আলমগীর সরকার ৫ হাজার ৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোকারম হোসেন পেয়েছেন ৩ হাজার ৬১৬ ভোট।

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শমশের আলী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ০৯ টি কেন্দ্রের ফলাফলে ৭১৪৯ ভোট  পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ কে মোস্তফা সানাউজ্জামান ওপেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪,১২৪ ভোট।


বাংলাদেশ সময় ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।