ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

অাখাউড়ায় আ.লীগের কাজল নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
অাখাউড়ায় আ.লীগের কাজল নির্বাচিত তাকজিল খলিফা কাজল

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়া পৌরসভা নির্বাচনে অাওয়ামী লীগের প্রার্থী তাকজিল খলিফা কাজল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ১৪ হাজার ৬৯৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. মন্তাজ মিয়া পেয়েছেন ৩ হাজার ২৩ ভোট। তিনি দুপুরে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এরআগে আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

পৌরসভায় মোট ভোটকেন্দ্র ১১টি। মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৯৫০ জন। এদের মধ্যে নারী ভোটার ১২ হাজার ৪৫৮ জন ও পুরুষ ভোটার ১২ হাজার ৪৯২ জন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।