ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

মুলাদীতে আ’লীগের প্রার্থী শফিক জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মুলাদীতে আ’লীগের প্রার্থী শফিক জয়ী মো. শফিক উজ্জামান

বরিশাল: বরিশালের মুলাদী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র মো. শফিক উজ্জামান নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

এ পৌরসভায় ৪ জন মেয়র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।



বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী মো. শফিক উজ্জামান (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৩শ’ ৫৮ ভোট, বিএনপির প্রার্থী আসাদ মাহমুদ (ধানের শীষ) প্রতীক নিয়ে পেয়েছেন ৫শ’ ৯৬ ভোট, ওয়ার্কার্স পার্টির মো. সেলিম আহমেদ চৌকিদার (হাতুরি) প্রতীক নিয়ে ৭৩ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মঞ্জুর হোসেন (হাত পাখা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ শ’ ৪০ ভোট।

এ খবর নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. এমদাদুল হক।

মুলাদীতে ১৪ হাজার ৮৪০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫শ’ ৮১ নারী ভোটার ৭ হাজার ২শ’ ৫৯ জন। ৯টি কেন্দ্রের ৪৩টি কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।