ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

উজিরপুরে আ’লীগের প্রার্থী গিয়াস জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
উজিরপুরে আ’লীগের প্রার্থী গিয়াস জয়ী মো. গিয়াস উদ্দিন

বরিশাল: বরিশালের উজিরপুরে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. গিয়াস উদ্দিন নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৩০১ ভোট।

এছাড়া বিএনপির প্রার্থী মো. শহীদুল ইসলাম খান (ধানের শীষ) ২ হাজার ৩৬০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মন্নান হাওলাদার (হাত পাখা) ৪৯৮ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির মো. মনিরুজ্জামান (আম) ২৯ ভোট পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ঝুমুর বালা।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।