ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

টাঙ্গাইলের ৭ টিতে আ.লীগ, একটিতে বিএনপি জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
টাঙ্গাইলের ৭ টিতে আ.লীগ, একটিতে বিএনপি জয়ী

টাঙ্গাইল: টাঙ্গাইলের আটটি পৌরসভা নির্বাচনে সাতটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
 
বুধবার (৩০ ডিসেম্বর) রাতে সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।


 
কালিহাতী পৌরসভা:
কালিহাতী পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থী আলী আকবর জব্বার ৯ হাজার ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আনসার আলী বিকম পেয়েছেন ৭ হাজার ৪৪৪ ভোট।
 
সখীপুর পৌরসভা:
এ পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু হানিফ আজাদ ৯ হাজার ৬২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ছানোয়ার হোসেন সজিব পেয়েছেন ৫ হাজার ৮৯৯ ভোট।
 
গোপালপুর পৌরসভা:
গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগের রকিবুল হক ছানা ২১ হাজার ৫২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম রুবেল পেয়েছেন ৪ হাজার ৫২৮ ভোট।
 
ধনবাড়ী পৌরসভা:
ধনবাড়ী পৌরসভায় মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন। তিনি ভোট পেয়েছেন ১১ হাজার ৩৯২টি। আর ৭ হাজার ৬৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির এএমএ সোবহান।
 
মির্জাপুর পৌরসভা:
মির্জাপুরে আওয়ামী লীগের সাহাদৎ হোসেন সুমন ৯ হাজার ৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী হযরত আলী পেয়েছেন ৪ হাজার ৪৩২ ভোট।

টাঙ্গাইল পৌরসভা:
টাঙ্গাইল পৌরসভায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী জামিলুর রহমান মিরন ৪৯ হাজার ৫৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু পেয়েছেন ২৪ হাজার ৬৪২ ভোট।

ভূয়াপুর পৌরসভা:
ভূয়াপুরে আওয়ামী লীগের মাসুদুল হক মাসুদ ৫ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল খালেক মন্ডল পেয়েছেন ৫ হাজার ২৯৫ ভোট।

মধুপুর পৌরসভা:
মধুপুর পৌরসভায় আওয়ামী লীগের মাসুদ পারভেজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২২ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সরকার শহিদুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৬৫৩ ভোট।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।