ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

শেরপুরের ৪ পৌরসভাতেই আওয়ামী লীগ জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
শেরপুরের ৪ পৌরসভাতেই আওয়ামী লীগ জয়ী

শেরপুর: প্রথমবারের মতো রাজনৈতিকভাবে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে শেরপুরের চার পৌরসভাতেই মেয়র পদে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।



নালিতাবাড়ী পৌরসভা:
নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক ৪ হাজার ৭২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৭১ ভোট।

শ্রীবরদী পৌরসভা: 
শ্রীবরদী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবু সাইদ ৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল হাকিম পেয়েছেন ৬ হাজার ৭৭৭ ভোট।

নকলা পৌরসভা:
নকলা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাফিজুর রহমান লিটন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭০৪ ভোট।

তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী  প্রার্থী নুরে আলম সিদ্দিকী ৫ হাজার ১২৩ ভোট পেয়েছেন। আর বিএনপি মনোনীত প্রার্থী  মোখলেছুর রহমান তারা পেয়েছেন  ৪ হাজার ৮৫৪ ভোট।

শেরপুর সদর পৌরসভা:
শেরপুর সদর পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ২৩ হাজার ৪০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী মো. আব্দুর রাজ্জাক আশিষ পেয়েছেন ২৩ হাজার ১৪০ ভোট।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।