ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

কিশোরগঞ্জে আ.লীগ ৬, বিদ্রোহী ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কিশোরগঞ্জে আ.লীগ ৬, বিদ্রোহী ১

কিশোরগঞ্জ: পৌর নির্বাচনে কিশোরগঞ্জ জেলার সাত পৌরসভার ৬টিতেই মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। আর একটিতে জয় পেয়েছেন দলটির একজন বিদ্রোহী প্রার্থী।



তবে জেলার কোনো পৌরসভায় বিএনপি মনোনীত কোনো প্রার্থী মেয়র পদে জয় পাননি।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

কিশোরগঞ্জ পৌরসভা:
কিশোরগঞ্জ সদর পৌরসভায় আওয়ামী লীগ থেকে মাহমুদ পারভেজ (নৌকা প্রতীক) ২২ হাজার ৯৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মাজহারুল ইসলাম কাঞ্চন (ধানের শীষ) পেয়েছেন ১৭ হাজার ৮৫৯ ভোট। ‍

এ পৌর এলাকায় মোট ২৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।

করিমগঞ্জ পৌরসভা:
করিমগঞ্জে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাইয়ুম (জগ প্রতীক) ১০ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আর আওয়ামী লীগ দলীয় প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী মামুন (নৌকা প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৫৯২ ভোট, বিএনপি দলীয় প্রার্থী আশরাফ হোসেন পাভেল (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৯১৬ ভোট।

এ উপজেলায় মোট ভোট ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
 
কুলিয়াচর পৌরসভা:
কুলিয়াচর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল হাসান কাজল (নৌকা প্রতীক) ৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম বিএনপি প্রার্থী শাফি উদ্দিন (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৫৮৫ ভোট।

মোট ১০টি ভোট কেন্দ্রে এ পৌরসভায় ভোটগ্রহণ হয়।

বাজিতপুর পৌরসভা:
বাজিতপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন আশরাফ (নৌকা প্রতীক) ১০ হাজার ৪৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপি মনোনীত এহেসান কুফিয়ার (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৯৫২ ভোট।

অপরদিকে আ.লীগ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী শওকত আকবর (জগ প্রতীক) পেয়েছেন ২ হাজার ৪৯৯ ভোট।

এ পৌরসভায় মোট ১২ টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে।

 ভৈরব পৌরসভা:
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফখরুল আলম আক্কাছ (নৌকা প্রতীক) ৩০ হাজার ৫৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপি দলীয় প্রাথী হাজী শাহীন (ধানের শীষ) পেয়েছেন ১৯ হাজার ৯৫৩ ভোট।
 
এ পৌরসভায় মোট ৩৫টি কেন্দ্র ভোট গ্রহণ হয়েছে।
 
কটিয়াদী পৌরসভা:
কটিয়াদী পৌরসভার মেয়র পদে আওয়ামী দলীয় প্রার্থী শওকত ওসমান শুক্কুর (নৌকা প্রতীক) ১২ হাজার ৯৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপি দলীয় প্রার্থী তোফাজ্জল হোসেন খান দিলীপ (ধানের শীষ)৭ হাজার ৩৪৪ ভোট পেয়েছেন।

মোট ১১টি কেন্দ্রে এ পৌরসভায় ভোট গ্রহণ হয়েছে।

হোসেনপুর পৌরসভা:
হোসেনপুর পৌরসভায় আওয়ামী দলীয় প্রার্থী আব্দুল কাইয়ুম খোকন (নৌকা প্রতীক) ৪ হাজার ৮৯২ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ বিদ্রোহী প্রাথী সৈয়দ হোসেন হাছু (নারকেল গাছ) পেয়েছেন ৪ হাজার ৭৩৫ ভোট।

এ পৌরসভায় বিএনপি দলীয় প্রার্থী মাহাবুবুর রহমান (ধানের শীষ) ২ হাজার ১১৭ ভোট পেয়েছেন।

মোট ৯টি কেন্দ্রে এ পৌরসভায় ভোট গ্রহণ হয়েছে।

 বাংলাদেশ সময়: ২২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এডিএ/আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।