ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

সাভারে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা, পুলিশের লাঠিচার্জে আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সাভারে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা, পুলিশের লাঠিচার্জে আহত ২০

সাভার (ঢাকা): সাভারে প্রিজাইডিং অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ জন আহত হয়েছেন।



বুধবার (৩০ ডিসেম্বর) রাতে সাভার উপজেলা মিলনায়তনে এ ঘটনা ঘটে। এখান থেকেই সাভার পৌরসভা নির্বাচনের ফল ঘোষণার কথা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাতলারপুর কেন্দ্রের ফলাফল নিয়ে প্রিজাইডিং অফিসার আব্দুর রউফ সাভার উপজেলা মিলনায়তনে পৌঁছামাত্র তার ওপর হামলা চালায় ওই ওয়ার্ডের হোসেন আলী ও আব্দুস সাত্তার নামের দুই প্রতিদ্বন্দী কাউন্সিলর প্রার্থীর কর্মী ও সর্মথকরা। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটা পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

হোসেন আলী ও আব্দুস সাত্তারের অভিযোগ, পূর্নাঙ্গ ফল ঘোষণার আগেই আবু সাঈদ নামের এক প্রার্থীকে ওই কেন্দ্রে বিজয়ী ঘোষনা করে এসেছেন প্রিজাইডিং অফিসার।

প্রিসাইডিং অফিসার আব্দুর রউফ জানান, তাড়াহুড়ো করে তিনি উপজেলা চলে আসায় সেখানে সবার ফলাফল ঘোষণা করতে পারেননি। বিষয়টি এতদূর গড়াবে তা বুঝতে পারেননি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।