ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

চুয়াডাঙ্গায় ৪ পৌরসভায় ২ আ’লীগ, ২ স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
চুয়াডাঙ্গায় ৪ পৌরসভায় ২ আ’লীগ, ২ স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা চার পৌরসভায় মেয়র পদে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত দুইজন ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) দুইজন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।



চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ওবায়দুর রহমান চৌধুরী জিপু মোবাইল প্রতীক নিয়ে ২৪ হাজার ৯৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ারদার টোটন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৫৬ ভোট।

জীবননগর: জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে  আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জাহাঙ্গীর আলম নারকেল গাছ প্রতীকে ৬৪০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রার্থী বিএনপির (ধানের শীষ) প্রার্থী নোয়াব আলী পেয়েছেন ৩০২৪ ভোট।

দর্শনা: চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়‍ামী লীগ প্রার্থী মতিয়ার রহমান নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ৮৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের স্বতন্ত্র প্রার্থী আশকার আলী জগ প্রতীক নিয়ে ৩৪৯৫ ভোট পেয়েছেন।

আলমডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের হাসান কাদীর গনু নৌকা প্রতীক নিয়ে ৭২০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মীর মহিউদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫১৯০ ভোট।  

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।