ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক শেষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক শেষ

ঢাকা: পৌরসভা নির্বাচন পরবর্তী করণীয় ঠিক করতে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
 
বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


 
শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায় ও ব্রি. জে. (অব.) হান্নান শাহ, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, সাবিহ উদ্দিন আহমেদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও শাহ মোয়াজ্জেম হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।
 
বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণ করেছে ২০ দলীয় জোটের নেতৃত্ব দেওয়া এই দল। তবে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা এগারটায় একই কার্যালয়ে ব্রিফিংয়ে বেঠকের সিদ্ধান্ত জানানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসজেএ/এসইউজে/এএসআর

** বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।