ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন

জামালপুরের ৬ টিতেই জয়ী আ.লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জামালপুরের ৬ টিতেই জয়ী আ.লীগ

জামালপুর: জামালপুরের ছয়টি পৌরসভার সবক’টিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।



জামালপুর পৌরসভা:

জামালপুর পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম মনি ৫৩ হাজার ৯১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন পেয়েছেন ১২ হাজার ৬৬০ ভোট।

সরিষাবাড়ী পৌরসভা:
সরিষাবাড়ী পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রোকনুজ্জামান রোকন ১৮হাজার ২৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী বর্তমান মেয়র এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন পেয়েছেন ৭ হাজার ৬৩২ ভোট।

দেওয়ানগঞ্জ পৌরসভা:
দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহনেওয়াজ শাহেন শাহ নৌকা প্রতীক নিয়ে ১৬ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর নবী অপুর জগ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৪৯ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী এ.কে.এম মুছা পেয়েছেব ৫শ ৮৪ ভোট।

ইসলামপুর পৌরসভা:
ইসলামপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের শেখ বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৭৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রেজাউল করিম ঢালী পেয়েছেন ৭ হাজার ১৬৮ ভোট।

মেলান্দহ পৌরসভা:
মেলান্দহ পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শফিক জাহেদী রবিন ৯হাজার ১৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র হাজী দিদার পাশা পেয়েছেন ৭ হাজার ৩শ ৬০ ভোট।  

মাদারগঞ্জ পৌরসভা:
মাদারগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।