ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

নেত্রকোনা পৌর নির্বাচন

পরাজিত ২ কাউন্সিলর প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
পরাজিত ২ কাউন্সিলর প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনা পৌরসভার ৩নং ওয়ার্ডের  পরাজিত ২ কাউন্সিলর প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ ১০ জন আহত হন।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে সদরের মইনপুর এলাকায় পরাজিত কাউন্সিলর প্রার্থী আতাউর রহমান তারা ও মো. শামীম রেজা খান সরলের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

এতে আহত হন, সুষমা (২৮), বাবু (১৮), মাসুদ (২৯), জুয়েল, রবিন, সাজ্জাদ (৪৫), সাব্বিরসহ (২০) ১০ জন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা। এ সময় তারা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাস্থলে থাকা নেত্রকোনা মডেল থানার উপপরির্দশক (এসআই) মো. লুৎফর রহমার বাংলানিউজে জানান, যেকোনো ধরনের সহিংসতা এড়াতে ঘটনাস্থলে র্যাব, পুলিশ, ডিবি পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।