ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

গোপালগঞ্জে জয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর কর্মীদের সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
গোপালগঞ্জে জয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর কর্মীদের  সংঘর্ষ

গোপালগঞ্জ: গোপালগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের বটতলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ৬নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর নাজমুল হাসান নাজিমের এক সমর্থকের সঙ্গে দুপুরে পরাজিত প্রার্থী হাসিবুর রহমান হাসিচের এক সমর্থকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৬ জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।