ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

ফুলবাড়িয়ায় ব্যালট ছিনতাই-পুলিশের গুলি, কেন্দ্র স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ৭, ২০১৬
ফুলবাড়িয়ায় ব্যালট ছিনতাই-পুলিশের গুলি, কেন্দ্র স্থগিত

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁ ইউনিয়নে শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

শনিবার (০৭ মে) সকালে নৌকা প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি চালায়।

উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ করে দেওয়া হয় ভোটকেন্দ্র।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক বাংলানিউজকে বিষয়টি জানান।

এদিকে, রাঙামাটি উপজেলা বাবুগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা প্রার্থীর লোকজন স্বতন্ত্রপ্রার্থীর স্বপন তালুকদার ও তার মেয়েকে মারপিট করছে বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এমএএএম/এনএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।