ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

চতুর্থ ধাপের ইউপি ভোট শেষ, চলছে গণনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মে ৭, ২০১৬
চতুর্থ ধাপের ইউপি ভোট শেষ, চলছে গণনা

ঢাকা: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চতুর্থ ধাপের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়েছে। এখন গণনা চলছে।

নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্য অনুযায়ী, চতুর্থ ধাপে ৪৬ জেলার ৮৮ উপজেলার ৭০৩ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ৩৫ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হয় ৬৬৮ ইউপিতে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সদস্য পদে ২৪ হাজার ১৮৭ জন এবং নারী সদস্য পদে ৭ হাজার ১৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ২২৭ জন প্রার্থী এবং নারী সদস্য পদে ৯৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৬ হাজার ৭২৭টি ভোটকেন্দ্রে প্রায় সোয়া কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

নির্বাচনী অনিয়মের কারণে অন্তত ১০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া সহিংসতায় অন্তত ১ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

নির্বাচন কমিশনার আবু হাফিজ বাংলানিউজকে বলেছেন, কোথাও কোথাও অনিয়ম হয়েছে। তবে তুলনামূলক পরিস্থিতি ভালোই ছিল।

দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে পঞ্চম ধাপের ভোটগ্রহণ। এরপর ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউপি নির্বাচন শেষ হবে।

**কামালপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীকে জয়ী ঘোষণা

**ভৈরবের ৭ ইউপির ৬টিতে আ’লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

** কুলিয়ারচরে আ’লীগের ২, স্বতন্ত্র ২, স্থগিত ২

**ব্রাহ্মণবাড়িয়ায় ১৪টিতে আ’ লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

**কুড়িগ্রামে আ’লীগ ৯, বিএনপি ৭ ও স্বতন্ত্র ২ প্রার্থী বিজয়ী

**চাঁদপুরের ২ উপজেলায় আ’লীগ ৫, বিএনপি ১, স্বতন্ত্র ২

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ০৭, ২০১৬
ইইউডি/আইএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।