নেত্রকোনা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গারো ভাষায় প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী।
আনারস প্রতীক নিয়ে জিতু রেমা ২ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রচারণা শুরু করেছেন।
শুক্রবার (২৭ মে) বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রচারণায় বাংলা ও তার মাতৃভাষা গারো দু’ধরনের পোস্টার করছেন তিনি। নিজের ভাষাকে সম্মান জানতে এবং গারো যারা বাংলা পড়তে জানেন না, তাদের বুঝতে যেনো অসুবিধা না হয়- তাই এ ব্যবস্থা।
পোস্টারে দেশের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্য অবদানের উল্লেখ এবং ভোট প্রার্থনা করা হয়েছে, যোগ করেন তিনি।
এ প্রসঙ্গে জেলা নির্বাচন অফিসার আব্দুল্যাহ্ আল মোতাহসিম বলেন, কোন ভাষায় পোস্টার ছাপানো হবে সে বিষয়ে কোনো বিধি-নিষেধের উল্লেখ নেই।
শনিবার (২৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে ৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করবে ইসি। সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মে ২৭, ২০১৬
এটি