ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

নির্বাচন

ময়মনসিংহের ৫ উপজেলায় শান্তিপূর্ণ ভোট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, জুন ৪, ২০১৬
ময়মনসিংহের ৫ উপজেলায় শান্তিপূর্ণ ভোট

ময়মনসিংহ: উৎকণ্ঠা থাকলেও ময়মনসিংহের ৫ উপজেলার ইউনিয়ন পরিষদে (ইউপি) শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে।

শনিবার (০৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।

এতে দুপুর পর্যন্ত কোনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।

জানা যায়, ত্রিশাল উপজেলার ১০ ইউনিয়ন, গফরগাঁও উপজেলার ১৫ ইউনিয়ন, ভালুকা উপজেলার ১০ ইউনিয়ন, হালুয়াঘাট উপজেলার ১০ ইউনিয়ন ও ধোবাউড়া উপজেলার ৭ ইউনিয়নে ভোট চলছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।