ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

বাগমারায় ৩ ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
বাগমারায় ৩ ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রাজশাহী: রাজশাহীর বাগমারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এরা হলেন- শ্রীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আফাজ উদ্দিন, দ্বীপপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আফছার আলী ও সোনাডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আকতার হোসেন।

রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় শনিবার (১৫ অক্টোবর)। আগামী ৩১ অক্টোবর উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে চেয়ারম্যান পদে ৬৪ জন, সাধারণ সদস্য পদে ৪শ‘ ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১শ ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এসএস/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।