নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে সকল প্রচারণা বন্ধ করতে হয়। কুসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে আগামী ৩০ মার্চ সকাল ৮টায়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন-আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু, জাসদ মনোনীত প্রার্থী শিরিন আক্তার ও স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. মামুনুর রশিদ। এছাড়া কাউন্সিলর পদে ১৬৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৭ হাজার ৩৮৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৩২৯ জন আর মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ৫৫ জন। মোট ২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে এ সিটি করপোরেশন গঠিত।
নির্বাচনে মোট ৬৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
ইইউডি/আরআই