ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ক্ষেতলাল পৌরসভায় ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
ক্ষেতলাল পৌরসভায় ভোটগ্রহণ চলছে

জয়পুরহাট: উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২৩ মে) সকাল ৮টায় ভোট শুরু হয়। ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মেয়র পদে তিন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, ক্ষেতলাল পৌরসভার মোট নয়টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৫০। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা সাত হাজার ৪৪৬ ও নারী ভোটারের সংখ্যা সাত হাজার ৭০৪।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।