জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মেয়র পদে তিন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, ক্ষেতলাল পৌরসভার মোট নয়টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৫০। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা সাত হাজার ৪৪৬ ও নারী ভোটারের সংখ্যা সাত হাজার ৭০৪।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআই