ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

সেনবাগের অর্জুনতলা ইউপিতে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
সেনবাগের অর্জুনতলা ইউপিতে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন খান সাধন।

মঙ্গলবার (২৩ মে) সকাল ৮টায় ভোট শুরুর পর দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।  

এসময় তিনি বলেন, অর্জুনতলার পাঁচ নম্বর মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট, কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া, প্রার্থীকে মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ায় তিনি ভোট বর্জন করেছেন।

 

প্রার্থী সাধনের অভিযোগ অস্বীকার করে প্রিজাইডিং আফিসার মোশারেফ  হোসেন জানান, এ ব্যাপারে তার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।