মঙ্গলবার (২৩ মে) রাত ১০টার দিকে রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এম.জি মাহমুদ ইজদানী এ ফলাফল ঘোষণা করেন।
তিনি বাংলানিউজকে জানান, ১২টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে জহুরুল ১০ হাজার ২’শ ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার স্বন্দীপ কুমার সরকার।
প্রথম দফায় ২০১৬ সালের ৪ জুন বড়হর ইউপি নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। সীমানা জটিলতার মামলায় ওই তারিখে এই নির্বাচন স্থগিত করেন আদালত। দ্বিতীয় দফায় ২০১৭ সালের ১২ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম চৌধুরী পুনরায় তফশীল ঘোষণার আবেদন করে হাইকোর্টে রিট করলে ভোটগ্রহণের আগের রাতে ফের স্থগিত করা হয়।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, মে, ২৪, ২০১৭
আরআর