ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে প্রচারহীনতার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে প্রচারহীনতার অভিযোগ

ময়মনসিংহ: বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হলেও প্রচারহীনতার অভিযোগ তুলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার নেতৃত্বে কমিশন প্রথমবারের মতো ময়মনসিংহে এলেও জেলা নির্বাচন কমিশন সেইভাবে বিষয়টি ফোকাস করতে পারেনি। তাদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার কারণে এ অনুষ্ঠান ব্যাপক সাড়া জাগাতে ব্যর্থ।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন অ্যাডভোকেট সাদিক।

ময়মনসিংহ জেলা জাসদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ট্যাক্স ’ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ বিভাগের উপ-মহাসচিব আরও বলেন, সারাদেশে নতুন ৩৫ লাখ ভোটার তালিকায় অন্তর্ভুক্তির টার্গেট নিয়েছে নির্বাচন কমিশন।

এতো বিপুল সংখ্যক ভোটারকে উৎসাহিত করতে জোরালো প্রচার-প্রচারণা প্রয়োজন।
জনসচেতনতা ছাড়া এ কার্যক্রম সফল হওয়া কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।