ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

নির্বাচন

লক্ষ্মীপুরে চার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
লক্ষ্মীপুরে চার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।  

রোববার (২০ আগস্ট) বিকেল পর্যন্ত জেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

তারা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরের স্ত্রী নাজমা সুলতানা চৌধুরী ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব।

জেলা পরিষদ উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, চারজন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৫ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১০ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।  

জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলামের মৃত্যুতে পদটি শূন্য হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।