ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী জাহাঙ্গীর আলম খোকন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন ২২ হাজার ৩৩৯ ভোট পেয়েবেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মজিবুল হক মালিক মোবাইল প্রতীক নিয়ে ৭ হাজার ৬৫৭ ভোট পেয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

পৌরসভা নির্বাচনে মোট সাত জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে ৪ হাজার ৫৯৭ ভোট পেয়েছেন।  এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬৭ হাজার ৮০৮। মোট ৩৩টি ভোটকেন্দ্রে ৬১.৫৩ শতাংশ ভোট পড়েছে।  

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারই প্রথম ইভিএমের মাধ্যমে শতভাগ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।