ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন

বদরগঞ্জ পৌরসভায় নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
বদরগঞ্জ পৌরসভায় নৌকার জয় আহসানুল হক চৌধুরী টুটুল

রংপুর: রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী টুটুল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৭৩৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সহকারী অধ্যাপক আজিজুল হক পেয়েছেন ৪ হাজার ৪৭৮ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী ফিরোজ শাহ ২৯৮ এবং ইসলামী আন্দোলনের সাদ্দাম হোসেন পেয়েছেন ৩০২ ভোট।  

সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় এ ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন।   

সকাল ৮টা থেকে নয়টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।  

দীর্ঘ ২২ বছর পর এই পৌরসভায় এবার নতুন একজন মেয়র হিসেবে নির্বাচিত হলেন। এই নির্বাচনে চারজন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে ৩০ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।