ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌরসভা নির্বাচন: কিশোরগঞ্জে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
পৌরসভা নির্বাচন: কিশোরগঞ্জে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ...

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে ওয়ালী নেওয়াজ খান কলেজ কেন্দ্রে সহিংস ঘটনার কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।
 
শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা  ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। একপর্যায়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাও ঘটে। এর পরিপ্রেক্ষিতে এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।