ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

নির্বাচন

আখাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
আখাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: নানা অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে আখাউড়া পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. শফিকুল ইসলাম খান নির্বাচন বর্জন করেছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

 

দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, রেলওয়ে পাইটল উচ্চ বিদ্যালয়, তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে এজেন্টদদের বের করে দেওয়া ও প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করার অভিযোগ এনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের কয়েকজন এজেন্টের অভিযোগ, ঘণ্টা দুয়েক থাকার পর আমাদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। নৌকা প্রতীকের লোকজন ভোটারদের জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য করছে। ফিঙ্গার দেওয়ার পরে তারা নিজেরাই নৌকায় ভোট দিচ্ছে। বলছে কাউন্সিলর ভোট যাকে খুশি তাকে দেন। নৌকার ভোট হয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।