ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

নির্বাচন

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, ফেব্রুয়ারি ২৮, ২০২১
ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবকের জরিমানা

মাদারীপুর: মাদারীপুরে পৌরসভা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী সাইদুর রহমান নামে এক যুবককে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিক পরিচয়ে প্রভাব বিস্তার করছিল সাইদুর রহমান নামে এক যুবক। বিষয়টি স্থানীয়রা দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করলে তাৎক্ষণাত আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। পরে জরিমানার দুই হাজার টাকা দিয়েছেন অভিযুক্ত সাইদুর রহমান। দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমানের কাছে দৈনিক স্বাধীন সংবাদ নামের একটি পত্রিকার পরিচয়পত্র ছিল।

মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যপ্রদানকারী কর্মকর্তা এনডিসি মো. সেলিম বলেন, ওই যুবকের কাছে নির্বাচন কমিশন ইস্যুকৃত কোনো কার্ড ছিলো না। প্রভাব বিস্তারের অভিযোগে তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।