ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন

পিরোজপুরে ইউপি নির্বাচনে নৌকা ১৮ ও স্বতন্ত্র ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জুন ২১, ২০২১
পিরোজপুরে ইউপি নির্বাচনে নৌকা ১৮ ও স্বতন্ত্র ১১

পিরোজপুর: প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে  পিরোজপুরে ৩২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুন) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে ১৮টিতে নৌকা, ১১টিতে স্বতন্ত্র ও ৩ ইউনিয়নে আনোয়ার হোসন মঞ্জু’র (জেপি) সমর্থিত সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  

জানা গেছে, জেলার সরদ উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে কদমতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সিহাব শেখ, কলাখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হেদাতুল ইসলাম মিস্টার, শারিকতলা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো. আজমির হোসেন, টোনা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো. ইমরান হোসেন বিজয়ী হয়েছেন।

জেলার নাজিরপুর উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে সদর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো. মোশারেফ হোসেন খান, শেখমাটিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু, মাটিভাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদুল ইসলাম বিলু, মালিখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রুহুল আমীন বাবলু দাড়িয়া বিজয়ী হয়েছেন।

জেলার ইন্দুরকানীর বালিপাড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো. কবির হোসেন বয়াতি নির্বাচিত হয়েছেন।  

জেলার কাউখালীর ২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান ও আমড়াঝুড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো. জাহাঙ্গির হোসেন নির্বাচিত হয়েছেন।
 
জেলার ভাণ্ডারিয়া উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আনোয়ার হোসন মঞ্জু’র (জেপি) সমর্থিত সাইকেল প্রতীকের ধাওয়া ইউনিয়নের সিদ্দিকুর রহমান টুলু, নদমুলা মিয়ালকাঠী ইউনিয়নে সাইকেল প্রতীক নিয়ে মেজবাহ উদ্দিন আরিফ, গৌরিপুর ইউনিয়নে সাইকেল প্রতীক নিয়ে মজিবুর রহমান চৌধুরী এবং ভিটাবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে এনামুল করিম পান্না নির্বাচিত হয়েছেন।  

এছাড়া এর আগে ওই উপজেলার তেলিখালী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মো. শামসুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলার মঠবিাড়িয়া উপজেলায় ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তুষখালী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মিরুখালী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগের সভাপতি আবু হানিফ খান, বেতমোড় ইউনিয়নে  নৌকা প্রতীক নিয়ে দেলোয়ার হোসেন আকন, আমড়াঝুড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে শারমিন জাহান, সাপলেজা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মিরাজ মিয়া এবং গুলিশাখালী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে রিয়াজুল ইসলাম ঝনো নির্বাচিত হয়েছেন।  

জেলার নেছারাবাদের বলদিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে সাইদুর রহমান, সোহাগদল ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আব্দুর রশিদ, স্বরূপকাঠী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আল আমিন পারভেজ, আটঘরকুরিয়া ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মিঠুন হাওলাদার, জলাবাড়ি ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে তৌহিদুল ইসলাম, দৈহারী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে জাহারুল ইসলাম, গুয়ারেখা ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রব শিকদার, সমদেকাঠী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে হুমায়ুন বেপারী, সুটিয়াকাঠী নৌকা প্রতীক নিয়ে রুহুল আমিন অসীম আকন, স্যারেংকাঠী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে এসব ইউনিয়নের ফলাফল পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ২১, ২০২১
আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।